টোকিও অলিম্পিকে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিশরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আলবেসিলেস্তেরা।
রোববার (২৫ জুলাই) সোস্পোরো ডোম স্টেডিয়ামে একমাত্র গোলটি এসেছে ফাকুন্দো মেদিনার পা থেকে।
প্রথমার্ধে চেষ্টা করেও গোল তুলতে ব্যর্থ হয় দুই পক্ষ। ফলে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই বাজিমাত করে আর্জেন্টাইনরা। ৫১ মিনিটে দলের হয়ে গোল আদায় করেন মেদিনা। ২২ বছর বয়সী এই ডিফেন্ডার ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল আরসি লেন্সের হয়ে খেলেন।
বিস্তারিত আসছে…