Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে অফিশিয়াল ওয়েবসাইট চালু করলো স্যামসাং

২৫ জুলাই, ২০২১ ৭:৫৯ অপরাহ্ণ
ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে অফিশিয়াল ওয়েবসাইট চালু করলো স্যামসাং

দেশের ক্রেতাদের সুবিধার্থে সম্প্রতি স্যামসাং এর অফিশিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে। ক্রেতারা এখন থেকে https://www.samsung.com/bd/এই সাইটে গিয়ে স্যামসাংয়ের মোবাইল ডিভাইস (স্মার্টফোন এবং ট্যাবলেট), ঘড়ি, টেলিভিশন, সাউন্ড ডিভাইস, হোম অ্যাপ্লায়েন্স (রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার পিউরিফায়ার), কম্পিউটিং ডিভাইস এবং বিশ্বের এক নম্বর ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তৈরি অন্যান্য অত্যাধুনিক পণ্য দেখতে পারবেন, পাশাপাশি এ সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।

বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে, স্যামসাং দেশের বাজারে ক্রেতাদের আস্থা অর্জন করেছে এবং অন্যতম নির্ভরযোগ্য মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে। দেশের ক্রেতাদের অভ্যাস সম্পর্কে স্যামসাংয়ের মূল্যায়ন ব্র্যান্ডটিকে এর পণ্যে বৈচিত্র্যতা আনতে ও ক্রেতাদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম করেছে। ক্রেতাদের সংযুক্তি ও উন্নত অভিজ্ঞতা প্রদানে স্যামসাংয়ের ধারাবাহিক প্রচেষ্টার সাক্ষ্য রেখে, দেশের ক্রেতাদের জন্য নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলো স্যামসাং।

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, ‘দেশের ক্রেতারা যাতে স্যামসাংয়ের পণ্য এবং সেবা সম্পর্কিত সকল তথ্য জানতে পারেন, কীভাবে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন, এজন্যই এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে, আমাদের ক্রেতারা এখন স্যামসাং এর সকল পণ্য সম্পর্কে জানতে ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।’

ক্রেতাদের সকল স্যামসাং মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করতে ওয়েবসাইটটি নিয়মিত আপডেট করা হবে।

শেয়ার