Top
সর্বশেষ

ধনবাড়ীতে রাস্তার উপর সিএনজি স্ট্যান্ড

২৬ জুলাই, ২০২১ ২:১০ অপরাহ্ণ
ধনবাড়ীতে রাস্তার উপর সিএনজি স্ট্যান্ড
টাঙ্গাইল প্রতিনিধি  :

টাঙ্গাইল-জামালপুর মহাসড়কেই অবস্থিত ধনবাড়ী বাসস্ট্যান্ড। ধনবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাঁ রোডটি পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ  সড়ক। দেশের বিভিন্ন জায়গার যাত্রীরা ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকেই চলাচল করেন। ধনবাড়ী উপজেলা প্রশাসন ও পৌর কর্তপক্ষের তদারকির অভাবে ঈদগাঁ রোডটি এখন সিএনজি চালকদের দখলে। এলপাথারিভাবে রাস্তার দুই ধারে সিএনজি রাখে। যেন দেখার কেউ নেই। কোনকিছু বলতে গেলে চোখ রাঙ্গিয়ে কথা বলে সিএনজি চালকেরা।

এতে সব সময়ই যানযট লেগেই থাকে এ রোডে। যানজটের কারণে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন যাতায়াতকারী ও এখানকার স্থানীয় বাসিন্দারা। এছাড়াও এই রোডে অবস্থিত ধনবাড়ীর নবাবী আমলের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও রয়েছে একটি গুরুত্বপূর্ণ ক্লিনিক। এ ক্লিনিকে রোগীদের যাতায়াতের খুবই অসুবিধা। বিশেষ করে বিপাকে পড়তে হয় এ রোডের চলাচলকারী শিক্ষার্থীদের। ধনবাড়ীতে কোন সিএনজি স্ট্যান্ড না থাকায় সিএনজি চালকরা রাস্তার দুই পাশে সিএনজি রেখে জনসাধাণের ভোগান্তির সৃষ্টি করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধনবাড়ী বাসস্ট্যান্ডের ঈদগাঁ রোড় থেকে রোডের শেষ সীমানা পর্যন্ত উভয় পাশে সিএনজি রাখা হয়েছে। এতে করে পায়ে হেঁটে যাওয়াই জনসাধারণের কষ্টকর। দুই পাশে সিএনজি রাখার পর অবশিষ্ট যে জায়গাটুকু রয়েছে সে জায়গা দিয়েও অহরহ সিএনজি চলাচল করছে

এ ব্যাপারে স্কুল শিক্ষার্থী নিরব হোসেন ও নয়ন মিয়া জানান, সিএনজি রাখার কারণে আমরা অতঙ্ক নিয়ে এ রাস্তায় চলাচল করি।  সিএনজিগুলোও অনেক গতিতে আসে। এতে করে আরও ভয় লাগে।

স্থানীয় বাসিন্দা তারেকুজ্জামান লাকী ও বারেক মিয়া জানান, আমরা এ রোডে স্থানীয় বাসিন্দা হয়েও সিএনজি চালকদের কাছে জিম্বি। পরিবার পরিজন নিয়ে ঘর থেকে বের হওয়া খুবই কষ্টসাধ্য। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে স্থানীয় মনোহারী ব্যবসায়ী বাপ্পী স্টোরের মালিক সুজন কুমার জানান, আমার দোকানের সামনে সিএনজি রাখার কারণে ট্রাক থেকে মালামাল খালাস (নামানো) করা যায় না। দোকানের বেচা (বিক্র) কমে গেছে। পৌর কর্তৃপক্ষের কোন নজর নেই।

এ ব্যাপারে ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, সিএনজি চালকদের এ রোডে পৌর কর্তৃপক্ষ থেকে সিএনজি রাখার জন্য কোন অনুমতি দেয়া হয়নি। এখানে যেন সিএনজি রাখা না হয় এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার