Top
সর্বশেষ

ফরিদগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

২৭ জুলাই, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
ফরিদগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরে ৫৮৭টি নমুনার মধ্যে সর্বোচ্চ ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩০.৫০%। ২৬ জুলাই সোমবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭০জন, ফরিদগঞ্জের ২০জন, হাজীগঞ্জের ২৫জন, মতলব উত্তরের ২জন, মতলব দক্ষিণের ২০জন, শাহরাস্তির ৪৪জন, কচুয়ার ৩২জন ও হাইমচরের ১৯জন রয়েছেন।

একই দিনে ১১০জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৪জন, মতলব উত্তরের ৩জন, ফরিদগঞ্জের ১৬জন, হাজীগঞ্জের ৭জন, কচুয়ার ১জন, শাহরাস্তির ২৬জন ও মতলব দক্ষিণের ৩জন। চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়,চাঁদপুর করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৪ এবং শাহরাস্তিতে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার জাহানারা (৫০) করোনার উপসর্গে সোমবার সন্ধ্যার দিকে হাসপাতালে মৃত্যু হয়। অপরদিকে রোববার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার বাচ্চু মিয়া (৬৫) আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুফিয়া বেগম (৬০) সোমবার রাত ৭টা ৫০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তিনি রোববার রাত পৌনে ১২টায় ভর্তি হয়েছিলেন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট অপেক্ষমান।

এছাড়া ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া এলাকার বদপুর গ্রামের অলিউল্লাহ (৬০) সোমবার রাত ৯টা ২০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালে মারা যান। একই দিন বিকেল ৩টা ৪০ মিনিট তিনি ভর্তি হয়েছিলেন। তিনি করোনায় উপসর্গে ভুগছিলেন।

এদিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আমিনুল হক (৭০) নামের একজনের মৃত্যু হয়। তিনি ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার বাড়ি শাহরাস্তির খিলা এলাকার পাথৈর গ্রামের বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

অন্যদিকে শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক এলাকার হাজী আবুল হাশিম (৭০) কে গত ২৪ জুলাই সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩৬৬জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬১জন।

এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৬১৪১জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০৬৪জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৬৮জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার