Top

ইউএনও’র নামে ফেসবুকে ফেক আইডি

৩১ জুলাই, ২০২১ ৫:১৮ অপরাহ্ণ
ইউএনও’র নামে ফেসবুকে ফেক আইডি
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর নাম ও ছবি দিয়ে ফেসবুকে ফেক আইডি খুলে ব্যবহার করা হচ্ছে। এই ফেক আইডি’র মেসেঞ্জার থেকে ফোন করে বিভিন্ন জনের সাথে রীতিমত কথাও বলা হচ্ছে। সন্দেহ হওয়ায় পরে ইউএনও’র আসল আইডি সংগ্রহ করে ওইসব লোকজন (অধিকাংশই নারী) তার সাথে কথা বলেছেন। তাদের পরিচয় জানতে চাইলে তারা অনেকেই মেসেঞ্জারে আগেও অনেক কথা হয়েছে বলে জানিয়েছেন।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী সাংবাদিকদের জানান, তাদের কথায় সন্দেহ হওয়ায় সার্চ দিয়ে তার প্রোফাইলের ব্যবহৃত ছবি দিয়ে ইংরেজিতে ইউএনও কাজীপুর সিরাজগঞ্জ নামে একটি ফেসবুক আইডি খোলা হয়েছে দেখতে পান। সেখানে নানা রকম আজেবাজে পোস্টও শেয়ার করা হয়েছে। ইউএনও’র পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে অর্থনৈতিক বা অনৈতিক প্রতারণার ফাঁদে ফেলতেই কোন কুচক্রী মহল এমন কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম ব্যবহার করে কেউ যাতে কোন সুবিধা নিতে না পারে সেদিকে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহব্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ইতিপূর্বে ইউএনও’র নাম ব্যবহার করে ফোনে পিআইওসহ অনেকের কাছে টাকা দাবি করার একাধিক ঘটনা ঘটেছে।

শেয়ার