Top

হাতিয়ায় ঝুঁকি নিয়ে দ্বিগুণ ভাড়ায় নদী পারাপার

৩১ জুলাই, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
হাতিয়ায় ঝুঁকি নিয়ে দ্বিগুণ ভাড়ায় নদী পারাপার
নোয়াখালী প্রতিনিধি :
রোববার (১ আগস্ট) কলকারখানা খোলার খবরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন এলাকার শ্রমিকরা। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকেও কয়েক হাজার শ্রমিক ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছেন। এক্ষেত্রে সামজিক দূরত্ব রক্ষা করা দূরের কথা ঝুঁকি নিয়ে মাছ ধরার ট্রলার, ছোট নৌকা সহ যে যেভাবে পারছেন নদী পার হচ্ছেন। শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই হাতিয়ার নলচিরা ঘাটে শ্রমজীবী মানুষের  ভিড় লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভিড় বাড়তে থাকে।
হাতিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুর রহমান জনান, জীবিকার প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কর্মস্থলে যাচ্ছে। সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। এর মধ্যে ঘোষণা এলো রোববার থেকে কলকারখানা খোলা। এখন কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। তাই বাধ্য হয়ে মাছ ধরার ট্রলারে যাচ্ছে অনেকে। অনেকে আবার যেতে না পেরে ঘাটের আশে পাশের দোকানগুলোতে বসে অপেক্ষা করছে যাবার জন্য।
তারিফুল ইসলাম নামে একজন জানান, ঝুঁকি নিয়ে মাছ ধরার ট্রলারে যাচ্ছি। আগের ভাড়া থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছে। আগে স্পিডবোটে ৪০০ টাকা দিয়ে যেতাম। এখন এক হাজার টাকা নিচ্ছে।
আমির হোসেন নামে অপর এক শ্রমিক জানান, ভাড়াও দ্বিগুণ নিচ্ছে আবার যাত্রি ও দ্বিগুণ নিচ্ছে। ফলে ঝুঁকি জেনে ও প্রয়োজনের তকদিগে আমরা নদী পার হচ্ছি।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন জানান, নদীতে নৌ-পুলিশ ও কোষ্ট গার্ড টহল দিচ্ছে। ঘাটের দুই পাশে আমাদের দুইজন প্রশাসক নিয়োজিত আছে। তারা বিষয়টি দেখাশোনা করে। তবুও আমি খোঁজ নিচ্ছি।  যদি কোন অনিয়ম হয় আমরা ব্যবস্থা নিবো।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী হাতিয়ায় সকল গণপরিবহন বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তাছাড়া আমরা নৌ পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছি।
শেয়ার