Top

কাগজি লেবু চাষে স্বাবলম্বী তুহিন এখন এলাকার মডেল

০১ আগস্ট, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
কাগজি লেবু চাষে স্বাবলম্বী তুহিন এখন এলাকার মডেল
যশোর প্রতিনিধি :

বীজহীন কাগজি লেবু চাষে নিজে যেমন হয়েছেন স্ববলম্বী তেমনি অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করে যশোরে সাড়া ফেলেছেন বেকার বুবক আব্দুস সেলিম তুহিন। প্রতিদিন তার ক্ষেত থেকে উঠছে গড়ে দশ হাজার পিস কাগজি লেবু। যশোরের কালী বাড়ি, বড়বাজার সহ রাজধানীতেও যাচ্ছে তুহিনের উৎপাদিত লেবু। প্রতি মাসে গড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করে কৃষি উদ্যোক্তা আব্দুস সেলিম তুহিন এখন সবার কাছে দৃষ্টান্ত।

তার এখানে ১২ জনের মত বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টিও করেছেন তিনি। যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের একটি গ্রাম জোলা আমদাবাদ। কায়েমকোলা- ছুটিপুর সড়কের দত্তপাড়া বাজার থেকে ডানদিকে ইটের সোলিং ধরে একটু সামনে এগুলেই মিলবে এই গ্রামের দেখা। এই গ্রামে মৃত রকিব উদ্দীন বিশ্বাসের ছেলে আব্দুল সেলিম তুহিন ওরফে তুহিন বিশ্বাস। তার লেখাপড়ার গন্ডি এসএসসির পর আর এগোয়নি। পৈত্রিক জমিদেখাশোনা আর স্থানীয় দত্তপাড়া বাজারে মজুত পণ্যের আড়তদারি করে শুরু হয় তার কর্মজীবন। তবে ক্রমাগত বাকিতে পণ্য বিক্রি করে অনাদায়ী হওয়ায় লোকসানের মুখে পড়েছিল তার ব্যবসা।

২০১৯ সালে ময়মনসিংহের তান্ত্রিকগুরু আব্দুল বারেক লাল দাদুর পরামর্শে তিনি শুরু করেন বীজহীন কাগজি লেবুর চাষ। ৮০ টাকা প্রতি পিস দরে ময়মনসিংহ থেকে নিয়ে আসেন এক হাজার লেবুর চারা। নিজের চার বিঘা জমিতে রোপন করেন এই চারা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তুহিনকে। চার বিঘার লেবুর ক্ষেত এখন পরিণত হয়েছে বার বিঘায়। প্রস্তুত করা হয়েছে আরও ছয় বিঘা। তবে উদ্যোক্তা তুহিনের আশা এটিকে তিনি নিয়ে যাবেন শতবিঘা প্রকল্পে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিজ্ঞানীদের ভিয়েতনামের একটি স্থানীয় জাত থেকে জার্মপ্লাজস সংগ্রহ করে দীর্ঘ সময় গবেষণার পর মেলে সফলাতা। আশানুরুপ ফলন হওয়ায় ২০১৮ সালে বিনালেবু-১ কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য নিবন্ধিত করে জাতীয় বীজ বোর্ড। উন্নত মানের এই লেবুর জাতটি উদ্ভাবন করেছেন বিনার বিজ্ঞানী ও উদ্যানতত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. রফিকুল ইসলাম। এই লেবুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি ১২ মাসই ফলন দেয়।

এটি সুগন্ধিযুক্ত এবং বীজহীন। অন্যান্য লেবুর তুলনায় এ জাতের লেবুর রস ও ভিটামিন সির পরিমাণ বেশি। প্রতিটি গাছে মৌসুমে ২৫০ থেকে ৩০০ লেবু হয়। চারা রোপণের ১০ থেকে ১১ মাস বয়সে লেবু পাওয়া যায়। একটি গাছ ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত লেবু দিয়ে থাকে। চারা রোপণের চেয়ে কলমে দ্রুত ফলন আসে বলে কৃষি উদ্যোক্তা আব্দুস সেলিম তুহিন নিজের লেবু ক্ষেত থেকে কলমের মাধ্যমে চারা উৎপাদন করছেন। প্রতিটি কলম তিনি বিক্রি করছেন ৮০ থেকে ১০০ টাকায়। আব্দুস সেলিম তুহিন জানান ৩৩ শতকের বিঘায় ১২০ টি কলম চারা রোপণ করা যায়। যার দাম পড়ে ১০ থেকে ১২ হাজার টাকা। এরপর পরিচর্যা ছাড়া আর কোনো খরচ নেই। এই লেবু চাষে কোন রাসায়নিক সার ব্যবহার করতে হয়না। শুধু জৈব সার দিয়েই লেবুর চাষ করা যায়। সেই হিসেবে এক বিঘা জমিতে খরচ সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার টাকা। বারমাসি এই লেবু চাষ করে মৌসুমে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। প্রথমে যখন শুরু করেছিলেন তখন তুহিনকে অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন।তবে সে সব এখন অতীত। তার দেখাদেখি তার গ্রামের অন্যরাও শুরু করেছেন এই বীজহীন লেবুর চাষ। নীরব এই সবুজ বিল্পব ছড়িয়ে যাবে সবখানে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
তাং-০১-০৮-২০২১

শেয়ার