Top

সিরাজগঞ্জে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান

০১ আগস্ট, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধিমহামারি করোনায় ক্ষতিগ্রস্থ সিরাজগঞ্জ জেলার ২ শতাধিক ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে জেলা প্রশাসনের আয়োজনে-স্বাস্হ্য বিধিমেনে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ২০০ ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা ক্ষতিগ্রস্থদের পুরো পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে হবে। ঘন ঘন সাবান/ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মঈন উদ্দিন ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবু বকর সিদ্দিক প্রমূখ।

শেয়ার