৩ আগস্ট থেকে পুনরায় লিগ শুরু। আজ (রোববার) দুপুরে বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী তার অফিসে মিডিয়াকে পুনরায় লিগের নতুন দিনক্ষণ জানান। লিগ নিয়ে আরও আলোচনার পর এটিও জানান সন্ধ্যায় পেশাদার লিগ কমিটির সভা।
ক্লাবগুলোর সাথে আলোচনা-পর্যালোচনা করার আগেই বাফুফে লিগের বাকি রোডম্যাপ ঠিক করে ফেলেছে। এই প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ‘আমরা ক্লাবগুলোকে মৌখিকভাবে জানিয়েছি ৩ আগস্ট থেকে খেলা শুরু হবে। চিঠিও যাবে কিছুক্ষণের মধ্যে। সন্ধ্যায় জুম সভা করে ফিকশ্চার, বসুন্ধরা কিংসের ম্যাচগুলোর বিষয়ে আলোচনা করব।’
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ লিগ কমিটির সভা ও ক্লাবগুলোকে অবহিত করা প্রসঙ্গে বলেন, ‘ক্লাবগুলোর সাথে মৌখিক আলোচনা করেই ৩ আগস্ট লিগ শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক সভা হবে সন্ধ্যার পর।’
গত তিন বার লিগ স্থগিতের ঘোষণায় বাফুফে বিজ্ঞপ্তি দিয়েছে লিগ ম্যানেজম্যান্ট কমিটির সিদ্ধান্ত। লিগ কমিটির সদস্য ক্লাবগুলোও গত তিনটি ঘটনার কোনটার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ছিল না ক্লাবগুলো। বাফুফের আকস্মিক এই সিদ্ধান্ত গ্রহণে তারা বেশ ক্ষুব্ধ।
লিগ কমিটির চেয়ারম্যান আগস্টের মধ্যে লিগ শেষ ও তিন ভেন্যুতে খেলা পরিচালনার কথা বলেছেন। বিশেষ করে কমলাপুর স্টেডিয়াম হবে লিগের অন্যতম ভেন্যু। ৩ আগস্ট কমলাপুর স্টেডিয়ামে উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ আছে বলে জানিয়েছেন সালাম মুর্শেদী। কমলাপুর স্টেডিয়ামে মোহামেডান খেলবে না আগেই জানিয়েছে। শেখ জামালেরও একই অবস্থান।
ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘আমরা ঘাসের মাঠে অনুশীলন করি। কমলাপুর মাঠে লিগ খেলা সম্ভব না। শেখ জামাল ধানমন্ডি ক্লাব কমলাপুরে খেলবে এই ব্যাপারে আমরা আগেও বলেছি, এখনও বলছি।’
বাফুফের তিন বার লিগ স্থগিত করায় ক্লাবগুলো এতটাই ক্ষুব্ধ। ৩ আগস্টে লকডাউনের মধ্যে খেলার ভরসা পাচ্ছে না। বিভিন্ন সূত্রের খবর, ক্লাবগুলো প্রতিবাদ স্বরূপ ৫ আগস্ট লকডাউনের পর খেলতে চায়।