Top

ফরিদপুরে জেলা আওয়ামীলীগের খাদ্য বিতরন কর্মসূচী অব্যহত

০১ আগস্ট, ২০২১ ৫:০৮ অপরাহ্ণ
ফরিদপুরে জেলা আওয়ামীলীগের খাদ্য বিতরন কর্মসূচী অব্যহত
ফরিদপুর প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা ভাইরাসের প্রকোপের কারণে সারাদেশে লকডাউন থাকায় ফরিদপুরে জেলা আওয়ামীলীগের উদ্যেগে খাদ্য বিতরন কর্মসূচী অব্যহত রয়েছে। আজ রবিবার বেলা ১টায় শহরের গোয়ালচামট মহিম স্কুল মোড় সংলগ্ন প্রায় ৩শ দুস্থ লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, লকডাউন এর কারনে নি¤œ আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে আমরা দুস্থদের মাঝে নিয়িমিত খাদ্য বিতরণ করছি।

খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা আওয়ামীলীগের কোষাধাক্ষ্য মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়, প্রচার সম্পাদক মুনীর হোসেন, মো: ইসতিয়াক আরিফ, আবু নাঈম, সৈয়দ সোহেল রেজা বিপ্লব, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা শরিফুল ইসলাম প্লাবন, মো: আব্দুর রাজ্জাক সেলিম, মশিউর রহমান অনু, জেলা শ্রমীক লীগের সভাপতি মো: আক্কাছ হোসেন প্রমুখ।

এদিকে গত ২৪ ঘন্টায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনা উপসর্গে মোট ৭ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ৪জন ও উপসর্গে ৩ জন। এছাড়া নতুন করোনা শনাক্ত হয়েছে ৫০ জন রোগী। যা শনাক্তের হার ৩৪.৪৮ ভাগ। এপর্যন্ত জেলায় করোনা রোগীর মৃত্যুর হার ২.২০।

শেয়ার