Top

সিরাজগঞ্জে লকডাউন অমান্য করায় ৬৬ জনের জরিমানা

০১ আগস্ট, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে লকডাউন অমান্য করায় ৬৬ জনের জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

কঠোর লকডাউন অমান্য করে বিনা কারণে বাইরে ঘোরাফেরার দায়ে সিরাজগঞ্জে ৫৮টি মামলায় ৬৬ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ৭টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (করোনা সেলের দায়িত্বপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে বাইরে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ৫৮টি মামলা দায়ের করা হয়।

এসব মামলায় ৬৬ জনকে বিভিন্ন পরিমাণে ৬৪ হাজার ৫২০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে কঠোর লকডাউনে জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা ও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

শেয়ার