Top

কঠোর বিধিনিষেধেও বঙ্গবন্ধু সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

০২ আগস্ট, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ
কঠোর বিধিনিষেধেও বঙ্গবন্ধু সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়
হাসান সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি :

কঠোর বিধিনিষেধের মধ্যেও দেশের বৃহৎ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৭ হাজার ৯৪০টি পণ্য ও গণপরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

সোমবার (২ আগস্ট) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল। তিনি জানান, রোববার (১ আগস্ট) সকাল ৬টা হতে সোমবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লড়ি, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

এরমধ্যে সেতু পূর্ব টোলপ্লাজায় ২০হাজার ৫৯৬টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা আর সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৭হাজার ৩৪৪টি পরিবহনের বিপরীতে হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০টাকা টোল আদায়। এ সংখ্যক যানবাহনের মধ্যে ঢাকামুখি পরিবহনের চেয়ে উত্তর ও পশ্চিমাঞ্চলমুখি বেশি পরিবহন সেতু পার হয়েছে।

শেয়ার