Top

টাঙ্গাইলে করোনায় গাইনি চিকিৎসকের মৃত্যু

০৩ আগস্ট, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে করোনায় গাইনি চিকিৎসকের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. জাকিয়া রশীদ শাফি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শফিকুল ইসলাম সজীব জানান, গত ২৩ জুলাই শরীরের জ্বর ও গলাব্যাথা অনুভব করলে ওই দিনই পরীক্ষার জন্য নমুনা দেন। ২৪ জুলাই তার করোনা পজিটিভ আসে। তারপর থেকে শহরের আদালত পাড়ার বাসায় তিনি আইসোলেশনে ছিলেন। গত ১ আগস্ট সকালে শরীরের অবস্থা খারাপ হলে তাকে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ মারা যান তিনি।

ডা. জাকিয়া রশীদ শাফির স্বামীও চিকিৎসক। তার নাম বিগ্রেডিয়ার ডা. মিজানুর রহমান। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের এক ছেলে রয়েছে।

শেয়ার