Top

গরীবের ডাক্তার মফিজুল

০৪ আগস্ট, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
গরীবের ডাক্তার মফিজুল
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রামে বিনে পয়সায় চিকিৎসা দিয়ে আসছেন পল্লি চিকিৎসক মফিজুল ইসলাম। ওই এলাকার হাজার হাজার দরীদ্র থেকে উচ্চ বিত্ত মানুষের চিকিৎসার ভরসা তিনি । রাত দিন ২৪ ঘন্টা অসুস্থ রোগীর ফোন পেলেই ছুটে আসেন তিনি । চিকিৎসা দেন বিনে পয়সায়। কারও কাছে তিনি কোন ভিজিট চাননা। রোগির পরিবারের ইচ্ছে অনুযায়ি যা দেন তাতেই তিনি খুশি। করোনা ভাইরাসের মহামারিতেও জীবন বাজি রেখে তিনি চিকিৎসা দিয়ে চলেছেন গ্রামে গ্রামে। অনেক দিন আগে ৮০র দশকে তিনি কলেরা মহামারিতেও এই এলাকায় চিকিৎসা সেবা দিয়েছেন। মফিজুল ডাক্তারের বাড়ি ওই ইউনিয়নের গিতাল গজ গ্রামে। তিনি মৃত বশিরউদ্দিন আহমেদের ছেলে। তিনি গিতালগজ উচ্চবিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। বর্তমানে এই এলাকায় ঘরে ঘরে সর্দি, কাশি জ্বর বিরাজ করছে। বাড়ছে করোনা আক্রান্ত রোগী। কিন্তু এখনো তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রার্থমিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

এলাকাবাসি জানান মফিজুল ডাক্তার শুধু চিকিৎসা সেবাই নয় এলাকার শিক্ষানুরাগি ব্যাক্তি তিনি। তার উদ্যোগে এই এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ডাক্তার মফিজুল দীর্ঘকাল ধরে বিনাপয়সায় চিকিৎসা সেবা দিয়ে আসছেন। যে কোন সময় ডাকলেই তাকে পাওয়া যায়। ঝড় বৃষ্টি, গভীর রাত উপেক্ষা করে তিনি রোগীর বাড়িতে চলে আসেন। তারপর অভিজ্ঞতা অনুযায়ি চিকিৎসা দেন। রোগীকে নানা ধরনের পরামর্শ দেন। শুধু তাই নয় কিভাবে স্বাস্থ্য ভালো রাখা যায় তার পরামর্শও দেন তিনি। প্রায় কয়েকযুগ থেকে তিনি এই সেবা দিয়ে আসছেন। মফিজুল ডাক্তার জানান ১৯৮০ সালের দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় পল্লি চিকিৎসকের প্রশিক্ষন নেন তিনি । এরপর চিকিৎসা সংক্রান্ত নানা বই পত্র পড়ে নিজের অভিজ্ঞতাকে শানিত করেন। ৮০’র দশকে কলেরা রোগ মহামারি আকারে দেখা দেয় এই অঞ্চলে । অনেকে মারা যায়। এসময় তিনি জীবন বাজি রেখে কলেরা রোগীদের বিনাপয়সায় চিকিৎসা সেবা দেন। তিনি বলেন সেইসময় ঘরে ঘরে অভাব ছিল । দারীদ্রতার কারণে মানুষ চিকিৎসা নিতে পারতোনা। সেই সময় চোখের সামনে কলেরায় আক্রান্ত মানুষের মৃত্যু দেখেছি। তারপর থেকেই চিকিৎসা সেবা দিয়ে আসছি। এই এলাকা টি অত্যন্ত প্রত্যন্ত এলাকা। হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নেয়ার মতো এখনো অনেকের সামর্থ্য নাই । তাই পারিশ্রমিক চাইনা। যার যার ইচ্ছে মতো দেয়। জ্বর,সর্দি,গ্যাষ্ট্রিক সহ সাধারন রোগের চিকিৎসা দেন তিনি।

ডাক্তারপাড়া গ্রামের ছালাম উদ্দিন জানান অসুস্থতায় আমাদের একমাত্র ভরষা মফিজুল ডাক্তার। যখন খুঁজেছি তখনি পেয়েছি। ছোটবেলা থেকেই দেখে আসছি তিনি গরীব মানুষকে বিনাপয়সায় চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

মাঝিপাড়া মহিলা কলেজের অর্থনিতী বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল খালেক জানান, তিনি আমাদের গ্রামের গর্ব। তার উদ্দিপনায় আমি উচ্চ শিক্ষা লাভ করেছি। তিনি গরীবের ডাক্তার । একজন সংস্কৃতি পিপাসু মানুষ।

উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু জানান, দীর্ঘকাল ধরে ডাক্তার মফিজুল বিনা পয়সায় বাড়িতে বাড়িতে চিকিৎসা প্রদান করেন। ওই এলাকার দরীদ্র মানুষের ভরষার ডাক্তার তিনি।

শেয়ার