Top
সর্বশেষ

এলডিপির জাতীয় কাউন্সিল শনিবার

২৫ অক্টোবর, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ
এলডিপির জাতীয় কাউন্সিল শনিবার

আগামীকাল শনিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ।

এ ছাড়া অন্যান্যের মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক প্রমুখ উপস্থিত থাকবেন।

এম জি

শেয়ার