Top

মাগুরায় শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

০৫ আগস্ট, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
মাগুরায় শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা সদর, শ্রীপুর, মহম্মদপু ও শালিখা উপজেলায় আজ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা,দোয়া মহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে । সকাল ১০ টায় শ্রীপুর পজেলা পরিষদ চত্বরে স্থাপিত ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, কৃষি অফিসার সালমা জাহান নিপা’, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বিআরডিবি কর্মকর্তা সুব্রত সরকার প্রমুখ । মাগুরা জেলা প্রশাক পৃথক ভাবে শহীদ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।মাগুরা জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ অনুরুপ কর্মসূচি পালন করে ও দরিদ্র লোকদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মহফিলের আয়োজন করে।

শেয়ার