Top

টাঙ্গাইলে করোনায় ১০৪ জন আক্রান্ত, মৃত্যু ১

০৮ আগস্ট, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে করোনায় ১০৪ জন আক্রান্ত, মৃত্যু ১

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় রোববার (৮ আগস্ট) নতুন করে ১০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত জেলায় মোট ১৪ হাজার ৮২২ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ২২৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ৪৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ২৩ ভাগ।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, এখন পর্যন্ত জেলায় ১৪ হাজার ৮২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ হাজার ৫৪৬ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১০৪ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৫৮ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১২ নিয়ে মোট ১০৪ জন।

উল্লেখ্য, গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, মে পর্যন্ত ৩২৯ জন, জুন পর্যন্ত ২৭৪১ জন, জুলাই পর্যন্ত ৫৯৮০ জন, এখন (৮ আগস্ট) পর্যন্ত ১১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক আবারও করোনায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার