Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

‘মেসির বিদায়ে ছন্দ হারাবে বার্সেলোনা’

০৯ আগস্ট, ২০২১ ২:৫৫ অপরাহ্ণ
‘মেসির বিদায়ে ছন্দ হারাবে বার্সেলোনা’

মেসি পরবর্তী যুগের প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। জিতে নিয়েছে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে খেলা হুয়ান গাম্পার ট্রফি। তবে দলের অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে মনে করে, আগের মতো নেই বার্সেলোনা।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন মেসি। এর কয়েক ঘণ্টা পরই ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ক্রিশ্চিয়ানো রোনালদোদের মুখোমুখি হয় কাতালান ক্লাবটি। মেমফিস ডিপাই, মার্টিন ব্রাথওয়েট, রিকি পুইগদের গোলে ম্যাচ জেতে ৩-০ গোলে।

তবু বিশ্বের সেরা খেলোয়াড় চলে যাওয়ায় দলের আক্রমণে জাদু কমবে বলেই মনে করেন পিকে। তবে যা হয়েছে তা মেনে নিয়ে সামনে তাকাতে হবে জানেন পিকে নিজেও। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণে আগের চেয়ে আরও ভালো খেলার দিকেই মনোযোগী বার্সা ডিফেন্ডার।

জুভেন্টাসকে হারানোর পর পিকে বলেছেন, ‘সত্যি বলতে, মেসির বিদায়ের খবরে পুরো দলই ভেঙে পড়েছিল। আমরা এখন আক্রমণে জাদু হারাব। তবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সমর্থকরা আমাদের কাছে ভালো কিছুর প্রত্যাশা করে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সর্বকালের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। এটা আমাদের কষ্ট দিয়েছে, সে নিজেও কষ্ট পেয়েছে। আমি পুরো ঘটনা জানি না। তবে দুই পক্ষই বলেছে কিছু সংখ্যার ব্যাপার ছিল। গত বছরের ক্লাব ম্যানেজম্যান্ট কোনো সাহায্যই করেনি।’

এসময় মাঠে দর্শকদের অনুপস্থিতির বিষয়ে পিকে বলেন, ‘ইতিহাস সাক্ষী আমরা উঠে দাঁড়াব। মানুষ স্টেডিয়ামে আসতে চায়। তাদেরকে উদযাপনের উপলক্ষ্য দিতে হবে। আমাদের অবশ্যই জিততে হবে এবং সমর্থকদের ভালো কিছু দিতে হবে। সবসময় সমর্থকদের প্রয়োজন আমাদের।’

শেয়ার