Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

অবশেষে শঙ্কা কাটল রোমেলু লুকাকুর

১৯ আগস্ট, ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ণ
অবশেষে শঙ্কা কাটল রোমেলু লুকাকুর

বেলজিয়ামের তারকা খেলোয়াড় রোমেলু লুকাকু কদিন আগেই দ্বিতীয় মেয়াদে চেলসিতে পা রাখেন। তবে, পুরোনো ক্লাবে ফিরে নিজের প্রিয় ৯ নম্বর জার্সি পাবেন কি না, তা নিয়ে শঙ্কায় ছিলেন বেলজিয়ান তারকা। অবশেষে তাঁর শঙ্কা কেটে গেল। ট্যামি আব্রাহাম চলে যাওয়ায় চেলসির ৯ নম্বর জার্সি উঠছে লুকাকুর গায়ে। তাতে দারুণ খুশি এই বেলজিয়ান তারকা।

গত সপ্তাহে ইন্টার থেকে চেলসিতে ফেরার পর ১৮ নম্বর জার্সি পেয়েছিলেন লুকাকু। আগের মেয়াদেও ব্লুদের সঙ্গে এই জার্সিতে খেলেছিলেন। তবে, আব্রাহাম স্থায়ীভাবে চেলসি ছেড়ে রোমায় চলে যাওয়ায় ৯ নম্বর জার্সিটি এসেছে লুকাকুর গায়ে। নতুন জার্সি পরে আগামী শনিবার প্রথম মাঠে নামবেন লুকাকু। আর্সেনালের মাঠে ম্যাচটি নিয়ে মুখিয়ে আছেন এই তারকা ফুটবলার। তার আগে নিজের জার্সি পাওয়ার খবর জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ৯ নম্বর পেয়েছি। আমি খুশি এবং এই পরিস্থিতির মধ্যে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

২০১১ থেকে ২০১৪ পর্যন্ত চেলসির খেলোয়াড় ছিলেন লুকাকু। ২০১৪ সালে দুই কোটি ৮০ লাখ পাউন্ডে চেলসি ছেড়ে এভারটনে যোগ দিয়েছিলেন তিনি। সাত বছর পর রেকর্ড মূল্যে ঘরের ছেলেকে ফেরাল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে আবারও ফিরতে পেরে খুশি হয়েছেন লুকাকু নিজেও। লুকাকু প্রথমদিন বলেন, ‘প্রথমে আমি এখানে এসেছিলাম অল্প বয়সে, যার অনেক কিছু শেখার ছিল। এখন ফিরে এলাম অনেক অভিজ্ঞ ও পরিপক্ক হয়ে। শৈশবে আমি চেলসিকে সমর্থন করতাম, আর এখন ফিরলাম দলটির অনেক শিরোপা জয়ে সাহায্য করতে। এ অনুভূতি অসাধারণ।’

২০১৭ সালের জুলাইয়ে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন লুকাকু। সেখান থেকে সাত কোটি ৪০ লাখ পাউন্ডে ২০১৯ সালের গ্রীষ্মে যোগ দেন ইন্টার মিলানে। এবার চেলসিতে ফিরলেন নয় কোটি ৭৫ লাখ পাউন্ডে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে লুকাকুকে পেতে ক্লাবগুলোর মোট খরচ ২৯ কোটি পাউন্ড। ফুটবলের ইতিহাসে কোনো এক খেলোয়াড়ের সবচেয়ে বেশি মূল্য এটি।

শেয়ার