ক্রিস্টিয়ান পুলিসিচ করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। আর তাই আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন না চেলসি এ ফরওয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ। খবরটি নিশ্চিত করেছেন কোচ টমাস টাচেল।
কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় স্ট্যামফোর্ড ব্রিজে দলের অনুশীলনে ছিলেন না ২২ বছরের এ তারকা ফুটবলার। ক্রিস্টিয়ান পুলিসিচ ১০ দিন আইসোলেশনে থাকবেন।
ইনস্টাগ্রামে পুলিসিক জানিয়েছেন, তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তাই দ্রুত মাঠে ফেরার প্রত্যাশা করেছেন তিনি।