Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া কোহলি-গাঙ্গুলী

২১ আগস্ট, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া কোহলি-গাঙ্গুলী

বর্তমানে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডে রয়েছে ভারত। ইংল্যান্ড সিরিজ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের বাকী অংশ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে ভারত। এরপর মরুর দেশেই টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া। এখনও দু’মাস বাকী থাকলেও, ইংল্যান্ডে বসেই বিশ্বকাপ জয়ের নকশা কষে ফেললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

টেস্ট সিরিজ চলাকালীনই বিশ্বকাপ নিয়ে বৈঠক করলেন কোহলি-গাঙ্গুলী, বিসিসিআই’র সচিব জয় শাহ ও সহ-সভাপতি রাজীব শুক্লা।

বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনা করতেই বৈঠকে বসেছিলেন কোহলি-গাঙ্গুলী। এছাড়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করাও বড় ইস্যু ছিলো কোহলি-গাঙ্গুলীর বৈঠকে।

বোর্ডের এক কর্মকর্তা জানান, লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন বিসিসিআই কর্তারা। সেখানেই কোহলির সাথে বৈঠকে বসেন বিসিসিআই সভাপতি গাঙ্গুলী এন্ড কোং। বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আনতে নারাজ ঐ বোর্ড কর্মকর্তা।

তবে ঐ বোর্ড কর্মকর্তা জানান, টি-টুয়েন্টি বিশ্বকাপই যে আলোচনার মূল ইস্যু ছিলো, তা সকলেই বুঝতে পারছেন। কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে সাফল্য এলেও আইসিসির সর্বোচ্চ পর্যায়ের ট্রফি এখনও অধরা। তাই এবার টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া কোহলি-গাঙ্গুলী।

এছাড়া চূড়ান্ত দল নিয়েও আলোচনা হয়েছে।

শেয়ার