কোভিড -১৯ এর শিকার হয়ে অবশেষে চলে গেলেন দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারীর (২য় বাচ্চু) বীর মুক্তিযোদ্ধা বিকাশ চৌধুরী বাচ্চু। বাচ্চু মানিকগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। করোনায় আক্রান্তের পাশাপাশি ব্রেন স্ট্রোকেও আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
ওয়ারী ক্লাবের সঙ্গে দুই বাচ্চুর নাম বিশেষভাবে জড়িতছিলো। প্রথম জন ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু, দ্বিতীয় জন বিকাশ চৌধুরী বাচ্চু। এর আগে প্রথম বাচ্চু দুনিয়ার মায়া ছেড়েছেন ২০১৫ সালে।
অপরদিকে শনিবার চলে গেলেন ক্লাবের দ্বিতীয় সাবেক ফুটবলার বিকাশ চৌধুরী বাচ্চু। বাচ্চু ১৯৭২ থেকে ওয়ারী ক্লাবের হয়ে খেলা শুরু করেন। সেই সাথে ক্যারিয়ার শেষও করেন ওয়ারী ক্লাব থেকেই।
ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক মহিদুর রহমান মেরাজ ফোনালাপে জানান, ‘বাচ্চু ভাই অসাধারণ ফুটবলার ছিলেন। তার আবাহনী-মোহামেডানের মতো দলে লোভনীয় প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি যাননি। এমনকি ওয়ান্ডারার্সও সেই সময় ভালো দল ছিল। সেখানেও যাননি, ওয়ারীর বাচ্চু হয়েই জীবনের শেষ দিন পর্যন্ত রয়ে গেলেন’।
পুরান ঢাকার ঐতিহ্যবাহি এই ক্লাবটির হয়েই ফুটবল ক্যারিয়ার শেষের পর নিজ জন্মস্থান মানিকগঞ্জ জেলায় থাকতেন এই সাবেক ফুটবলার। বাচ্চু সত্তর দশকে সেরা ফুটবলারদের একজন।
নিহত বিকাশ চৌধুরী বাচ্চুর ছেলে দেব চৌধুরী বাংলাদেশের একটি টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক।
দুপুরে বীর মুক্তিযোদ্ধা বিকাশ চৌধুরীকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) তাসলিমা শিরিন কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার শেষে মানিকগঞ্জের শিববাড়ী শ্বশান ঘাটে দাহ করা হয়। এছাড়াও বাচ্চুর মৃত্যুতে বাফুফে, ওয়ারী ক্লাব ও সোনালী অতীত ক্লাব শোক জানিয়েছে।