সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩১৪ বারে ১ লাখ ৩৭ হাজার ৪৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬২ বারে ১৬ লাখ ৫৩ হাজার ২৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এসোসিয়েটেড অক্সিজেনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৫১ বারে ৫২ লাখ ৬ হাজার ১৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৯.৮৯ শতাংশ, রিং শাইনের ৯.৮৪ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.৬৬ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৯.৬৫ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯.০২ শতাংশ ও এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৩৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস