Top
সর্বশেষ

রবার্ট লেওয়ানডোস্কির নতুন রেকর্ড

৩০ আগস্ট, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
রবার্ট লেওয়ানডোস্কির নতুন রেকর্ড

রবার্ট লেওয়ানডোস্কি মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন। দুর্দান্ত খেলে পেলেন দাপুটে এক হ্যাটট্রিকের দেখা। সুবাদে পোলিশ এ তারকা ফরওয়ার্ড ছুঁলেন নতুন এক মাইলফলক।

বায়ার্ন মিউনিখের হয়ে গড়লেন ট্রিপল সেঞ্চুরি। অ্যালিয়াঞ্জ এরিনায় লেওয়ানডোস্কির গোল এখন ৩০১টি। লেওয়ানডোস্কির দুরন্ত হ্যাটট্রিকে গোল উৎসব করেছে জার্মান চ্যাম্পিয়নরা। বাভারিয়ানরা ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে হার্থা বার্লিনকে।

সুপারস্টার লেওয়ানডোস্কির সঙ্গে বায়ার্নের হয়ে বাকি দুই গোল করেন টমাস মুলার ও জামাল মুসিয়ালা।

শেয়ার