২০১৮ সালে রোনালদো যখন জুভেন্তাসে যোগ দেন অনেকেই ভেবেছিলেন ১১ বছরের চ্যাম্পিয়নস লিগ শিরোপা খরা এবার বুঝি কাটাতে চলেছে ইতালির ক্লাবটি। আক্রমণভাগে রোনালদো-দিবালার উপস্থিতি যেকোন দলের রক্ষণভাগেরই দুশ্চিন্তার কারণ। তবে দুইটি লিগ শিরোপা জয় করলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রয়ে গেছে অধরা। এদিকে সিআর সেভেনও হয়তো বুটজোড়া তুলে রাখার আগে আরও একবার উঁচিয়ে ধরতে চান চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
ইতোমধ্যেই ম্যানচেস্টারে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফেলেছেন রোনালদো। তার সাথে চুক্তির আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছে প্রিমিয়ার লিগের দলটি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দলটি জানায়, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সাথে ঘোষণা করছে রোনালদোর সাথে দুই বছরের চুক্তির কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।’
এর আগেই অবশ্য রোনালদোর বিদায় নিশ্চিত করেছে জুভেন্তাস। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা জানায়, ‘২০১৮ সালের ১০ই জুলাই বিশ্ব ফুটবলের দুই আইকন একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। অবশেষে রোনালদো এবং জুভেন্তাসের একসঙ্গে পথচলা শেষ হলো।’
জুভেন্তাসের হয়ে তিন মৌসুমে ১০০ এর বেশি গোল করা একমাত্র খেলোয়াড় রোনালদো। জুভেন্তাসের জার্সিতে ১৩৩ খেলায় ১০১ গোল তার।
জুভেন্তাস ছেড়ে ২৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। রোনালদোর পুনরায় ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ম্যান ইউ শিবিরও।