Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

বাঁচা-মরার লড়াইয়ে জামালদের সামনে নেপাল

১৩ অক্টোবর, ২০২১ ১০:২৭ পূর্বাহ্ণ
বাঁচা-মরার লড়াইয়ে জামালদের সামনে নেপাল

শিরোপায় চোখ রেখে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মালদ্বীপ গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। কিন্তু স্বাগতিক মালদ্বীপের কাছেই ২-০ গোলে হেরে কঠিন সমীকরণের সামনে এখন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। লিগপর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তাহলেই মিলবে ফাইনালের টিকিট।

বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে ড্র করলেই ফাইনালে চলে যাবে নেপাল। কিন্তু জয় ব্যতীত আর কোনো ফলাফলের সুযোগ নেই বাংলাদেশের সামনে। নেপালকে হারাতে পারলেই মিলবে চতুর্থবারের মতো সাফের ফাইনাল খেলার টিকিট।

এই ম্যাচের আগে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন বলেছেন, ‘আমাদের একটা শক্তিশালী দিক হচ্ছে আমরা রক্ষণে খুব একটা ভুগিনি। মালদ্বীপ ম্যাচে আমাদের দুটো গোল খাওয়া নিয়ে কথা হচ্ছে, কিন্তু ওই ম্যাচে আমরা দুটো গোল খেয়েছি সেট পিস থেকে। কেবল দলের ডিফেন্ডারদের ওপর নয়, আমাদের রক্ষণের যে কৌশল, তার ওপর আমার আস্থা রয়েছে।’

এসময় বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের পরিকল্পনার বিষয়ে খানিক ধারণা দিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘আগামীকাল আমাদের জমাট থাকতে হবে। সেন্ট্রাল এরিয়ায় নিয়ন্ত্রণ রাখতে হবে, নেপালকে আমরা দ্রুত প্রতি-আক্রমণে ওঠার সুযোগ দিতে পারি না। সে অনুযায়ী আমাদের পরিকল্পনা আছে।’

শুধু বাংলাদেশের জন্য নয়, দিনের পরের ম্যাচটি ভারতের জন্যও বাঁচা-মরার। স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে রাত ১০টায় খেলবে ভারত। সেই ম্যাচে তারা জয়ব্যতীত অন্য কোনো ফল পেলেই বাদ পড়ে যাবে প্রথম পর্ব থেকে। সাফের লিগপর্বের শেষদিনের এই রোমাঞ্চে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অস্কার।

তিনি বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী যেভাবে খেলতে চাই, আমাদের সেভাবে খেলতে হবে। দুই স্ট্রাইকার নিয়ে খেলব। দুটি ম্যাচই সেমি-ফাইনাল (অন্য ম্যাচে মুখোমুখি ভারত ও মালদ্বীপ)। ম্যাচ জিততে হবে। আমাদের জিততেই হবে এবং আমি আত্মবিশ্বাসী। আমাদের জন্য সুন্দর দিন অপেক্ষায় আছে।’

বাংলাদেশ-নেপালের সবশেষ মুখোমুখি লড়াইটি ছিলো গোলশূন্য ড্র। তবে এর আগের ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছিলো জামাল ভূঁইয়ার দল। অবশ্য সাফের পরিসংখ্যানে হাসি নেপালের মুখে। সবশেষ ১৬ বছর আগে সাফে নেপালকে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর নিজেরা হেরেছে তিনটি ম্যাচে। এবার নতুন গল্পই লিখতে হবে অস্কারের বাংলাদেশকে।

শেয়ার