টি-টোয়েন্টি বিশ্বকাপেই পাঁচবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতিবারই জয়ী দলটির নাম ভারত। শুধু এই ফরমেটের কথা বলা কেন। বিশ্বকাপে কোনো ফরম্যাটেই পাকিস্তান হারাতে পারেনি ভারতকে।
এবার আরও একবার বৈশ্বিক টুর্নামেন্টে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। ম্যাচ শুরুর আগে অনেক বাগযুদ্ধ হয়েছে। এবার আসল লড়াই। লড়াইয়ের শুরুতে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকেই ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক। ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা।
ইনিংসের প্রথম ওভারেই বিধ্বংসী রোহিত শর্মাকে এলবিডব্লিউ করে সাজঘরের পথ দেখান শাহিন আফ্রিদি। কোনো রান না করেই ফিরে যান রোহিত।
তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন লোকেশ রাহুলকে। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে বিধ্বংসী সূচনা করেন রাহুল। কিন্তু এবার তিনি আউট হলেন ৮ বলে মাত্র ৩ রান করে। আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।
এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪। ৪ রান নিয়ে বিরাট কোহলি এবং ৭ রান নিয়ে ব্যাট করছেন সূর্যকুমার যাদব।