Top

দাদার শেষকৃত্যের পরেই বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

০১ নভেম্বর, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
দাদার শেষকৃত্যের পরেই বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্য সম্পন্নের পর সমাধিস্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামকৃষ্ণ ঝিনুক (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ ঘটনা।

নিহত ওই যুবক বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকে শুরু হওয়া নিহত যুবকের দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা রাতে গিয়ে শেষ হয়।

দাদার সমাধিস্থল আলোকিত করার জন্য রামকৃষ্ণ ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় সকেট সেটিং করতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিনে এক পরিবারে দুই মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, নিহত যুবকের দাদার শেষকৃত্য সম্পন্নের পরেই বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাতি রামকৃষ্ণ ঝিনুক মারা গেছেন। আমি ঘটনাস্থলে রাত দুটো পর্যন্ত উপস্থিত ছিলাম।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শেয়ার