Top

ইউপি নির্বাচন: কালুখালীতে ৭ ইউনিয়নে প্রার্থী ৩৬৭ জন

০৩ নভেম্বর, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
ইউপি নির্বাচন: কালুখালীতে ৭ ইউনিয়নে  প্রার্থী ৩৬৭ জন
রাজবাড়ী প্রতিনিধি :

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন (৩য় ধাপ) এ রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে ৯১ টি পদের বিপরীতে ৩৬৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মঙ্গলবার (২রা নভেম্বর) মনোনয়ন জমা প্রদানের শেষ দিনেও উপজেলা পরিষদ ছিলো প্রার্থী ও সমর্থকদের আনাগোনা। তাদের মাঝে দেখা গিয়েছে নির্বাচনী উৎসাহ আর উদ্দীপনা।

কালুখালী উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ আজিজুল ইসলাম এর দেওয়া তথ্য মতে, রতনদিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪, সদস্য পদে ৪৬জন, কালিকাপুর ইউপিতে চেয়ারম্যন পদে ২জন, সংরক্ষিত নারী সদস্য পদে ০৮জন, সদস্য পদে ২৭জন, বোয়ালিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন, সদস্য পদে ৪০জন, মদাপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন, সদস্য পদে ৩৪ জন, মাজবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সদস্য পদে ৪০জন, মৃগী ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, সদস্য পদে ২৯ জন এবং সাওরাইল ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সদস্য পদে ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উক্ত মনোনয়ন পত্র বাছাই ৪ নভেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। উপজেলার ৭টি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের ৭ জন প্রার্থী থাকলেও বাকিরা সবাই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এবারের ইউপি নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন, রিটার্নিং অফিসার হিসেবে (রতনদিয়া, মদাপুর ও মাজবাড়ী ইউপি) উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম, (বোয়ালিয়া ও কালিকাপুর ইউপিতে) উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, (মৃগী ও সাওরাইল ইউপিতে) উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান এবং আইন শৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

শেয়ার