Top

অবৈধ বালু উত্তোলণে বিপর্যস্ত মহাদেও পরিদর্শনে বেলা’র প্রধান নির্বাহী

০৭ নভেম্বর, ২০২১ ১১:০২ পূর্বাহ্ণ
অবৈধ বালু উত্তোলণে বিপর্যস্ত মহাদেও পরিদর্শনে বেলা’র প্রধান নির্বাহী
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী মহাদেও নদী ইজারা বহির্ভূত অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত মহাদেও নদীরক্ষা কমিটির আবেদনের প্রেক্ষিতে এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) তিনি উপজেলার সন্যাসীপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ১০ কিলোমিটার দীর্ঘ মহাদেও নদীতে (৩৫.১৫ একর) বালুমহাল ইজারা প্রদান করা এ বালু মহালগুলো থেকে বালু উত্তোলনের পাশাপাশি ইজারার বাইরে বিস্তীর্ণ এলাকা থেকে অনুমোদন ছাড়াই প্রায় অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে এমনকি ভূ-গর্ভস্থ বালু ও পাথর আহরণ করার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় পাহাড়ী অধিবাসীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেন।

তিনি এ সময় ইজারাকৃত স্থান ওঁমরগাঁও, হাসানোয়াগাঁও, বিশাউতি সন্যাসীপাড়া চিকনটুপ মৌজা এবং পাতলাবান, কান্দাপাড়া, বরুয়াকোনা, ডাকাইয়াপাড়াসহ আশেপাশের এলাকা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, বেলার হেড অব প্রোগ্রাম মোঃ খোরশেদ আলম, আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান, বেলা’র কো-অর্ডিনেটর সায়েমা আফরোজ, বেলা’র টাঙ্গাইল বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ প্রমুখ।

এসময় স্থানীয় ভুক্তভোগীরা তাকে জানান যে, শতাধিক ড্রেজার দিয়ে অননুমোদিত ও অবৈধ ভাবে বালু ও পাথর তোলার কারণে নদীতে প্রায় ৬০ থেকে ৭০ ফুট গভীরতার গর্ত সৃষ্টি হচ্ছে। নদীতে বিলীন হচ্ছে নদীর দুই তীর, নদীসংলগ্ন ফসলি জমি, বসত বাড়ি, বাগান, গাছ। পাহাড়ী এলাকার অদিবাসীরা মারাত্মকভাবে পানি সঙ্কটে পড়ছে।

দিনে ও রাতে একইভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় শব্দ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। স্কুল, কলেজগামী ছাত্রছাত্রী প্রচণ্ড শব্দে পড়ালেখা করতে পারেনা। এমনকি রাতে ঘুমাতেও পারছেনা এলাকাবাসী।

ভেজা বালুবাহী লরি কেড়েছে তাদের একমাত্র চলাচলের রাস্তাও। বহিরাগত শ্রমিকদের আনাগোনায় এলাকাবাসীর পারিবারিক ও সামাজিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিপন্ন হয়ে পড়েছে মহাদেও নদীটিও।

পরে মহাদেও নদীর ওঁমরগাঁও, হাসানোয়াগাঁও ও বিশাউতি বালুমহাল বাতিল করার দাবীতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও মহাদেও নদী রক্ষা কমিটি-এর পক্ষ নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর এক স্মারক লিপি পেশ করেন (বেলা)’র প্রধান নির্বাহী, সুপ্রিম কোর্ট আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও মহাদেও নদীরক্ষা কমিটি সভাপতি লুয়ের নংমিন।

তাদের স্মারক লিপির প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেছেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

উল্লেখ্য, স্থানীয় এলাকাবাসী অনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলন এর ফলে সৃষ্ট পরিবেশ দূষণের বিরুদ্ধে স্থানীয়ভাবে সভা, সমাবেশ, মানববন্ধনসহ স্থানীয় জনপ্রতিনিধির কাছে প্রতিকার চেয়ে পত্র প্রদান করেছে।

এলাকাবাসীর পক্ষে স্থানীয় ৮নং রংছাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, কলমাকান্দা, নেত্রকোণা ও আপনার (জেলা প্রশাসক) বরাবর অননুমোদিত ও অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের প্রতিকার চেয়ে আবেদন নিবেদন করলেও অদ্যাবধি বালু ও পাথর উত্তোলন নিয়ন্ত্রণ ও মহাদেও নদীরক্ষায় কোন পদক্ষেপ গৃহিত হয়নি।

শেয়ার