ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমিকে সম্প্রতি হত্যার যে প্রচেষ্টা চালানো হয়েছে তার সঙ্গে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা জড়িত থাকতে পারে।
ইরাকের প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হক আন্দোলনের মহাসচিব কাইস আল-খাজালি কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (মঙ্গলবার) এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমেরিকার সহযোগিতায় ইহুদিবাদী ইসরাইল সম্ভবত এই কাজ করেছে। গত শনিবার ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির বাসভবনে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে তিনি অক্ষত ও সুস্থ ছিলেন।
হামলা সম্পর্কে কাইস আল-খাজালি বলেন, “আমরা এ ব্যাপারে পরিপূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই।” তিনি আরো বলেন, ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা মানে পুরো দেশের রাজনৈতিক ব্যবস্থার ওপর হামলা চালানো।
হামলার পর ইরাকি প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে, কিছু মানুষ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নস্যাৎ করতে চায় তবে কারা এই হামলা চালিয়েছে তার সরকার সে সম্পর্কে ভালভাবেই অবগত রয়েছে।