আরও কমলো পাকিস্তানি মুদ্রার মান। শুক্রবার (১২ নভেম্বর) আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমে গেছে ১৭৬-এ। অর্থাৎ দেশটিতে এক ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১৭৬ রুপি। পাকিস্তানের ইতিহাসে রুপির মান আগে কোনোদিন এত নিচে নামেনি। বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইএমএফের ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। খবর জিও টিভির।
এর আগে, মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির সর্বনিম্ন মান রেকর্ড হয়েছিল গত ২৬ অক্টোবর। সেদিন ১৭৫ দশমিক ২৬ রুপিতে এক ডলার বিক্রি হয়েছিল।
পাকিস্তান-কুয়েত বিনিয়োগ প্রতিষ্ঠানের গবেষণাপ্রধান সামিউল্লাহ তারিক জিও টিভিকে বলেন, প্রত্যাশিত চলতি হিসাব ঘাটতির কারণে স্থানীয় মুদ্রার মান আবারও পড়েছে। সূচকে প্রকৃত কার্যকর বিনিময় হার (আরইইআর) নেমে গেছে ৯৩ পয়েন্টে।
পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক শাহবাজ রানা এক টুইটে বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আলোচনার ভুল এবং যোগাযোগের চ্যানেলগুলো ভেঙে পড়া অর্থনীতির দুর্বল বিষয়গুলোর চেয়ে বেশি ক্ষতি করেছে।
তিনি বলেন, আজ পুঁজিবাজারে আবারও রক্তপাত হচ্ছে। রুপি ১৭৬/ডলারের দিকে যাচ্ছে। এই ক্ষতি জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ প্রয়োজন। এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে হস্তক্ষেপ করতে হবে।