Top

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

১২ নভেম্বর, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

বিশ্বকাপের পরপরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ। কথা ছিল, ফাইনালের পরপরই বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে পাকিস্তান ক্রিকেট দল; কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর আগেই ঢাকা পৌঁছে যাচ্ছে বাবর আজমরা।

বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা ১০ মিনিটেই ঢাকা এসে পৌঁছে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান।

সিরিজটির পূর্ণাঙ্গ সূচি আজ প্রকাশ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করে তারা। ১৯ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। শেষ হবে ৮ ডিসেম্বর।

এর মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজ শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট খেলা হবে মিরপুরে।

বাংলাদেশ সফরে পাকিস্তান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক এবং উসমান কাদির।

শেয়ার