Top
সর্বশেষ

সাত কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে ঢাকা কলেজ ছাত্রলীগ

১৩ নভেম্বর, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
সাত কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে ঢাকা কলেজ ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় সক্রিয় ভুুমিকা পালন করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ।

শনিবার ( ১৩ নভেম্বর) ঢাকা কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রহমতুল্লাহর ব্যক্তিগত সৌজন্যে ঢাকা কলেজ কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে মাস্ক,কলম, ঠান্ডা পানি ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মোবাইল, মানিব্যাগ রাখা সহ বিভিন্ন সহায়তা দেয়া হয়।

ঢাকা কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রহমত উল্লাহ্ বলেন, ঢাকা কলেজ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলো , আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের যাতে কোন ভোগান্তি না ঘটে। সে জন্য ঢাকা কলেজ ছাত্রলীগ তৎপর ছিল। বঙ্গবন্ধু সারাজীবন এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে শিক্ষার্থীদের যে কোন সমস্যায় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

শেয়ার