পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের বাংলাদেশ দলে রয়েছে একাধিক নতুন মুখ। যেখানে আকবর আলীর সঙ্গে রয়েছেন সাইফ হাসান, শহিদুল ইসলাম ও ইয়াসির রাব্বি। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস ও পেসার রুবেল হোসেন।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এবার টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে। ১৯ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশে আসছে পাকিস্তান। তিন টি-টোয়েন্টি ম্যাচের পরেরগুলো অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। দুটি টেস্ট ম্যাচ মাঠে গড়াবে ২৬ থেকে ৩০ নভেম্বর ও ৪ থেকে ৮ ডিসেম্বর।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও আকবর আলী।