Top

৪০ গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করবে আরএফএল টিউবওয়েল

১৬ নভেম্বর, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
৪০ গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করবে আরএফএল টিউবওয়েল

সেই ৪০ বছর আগে আরএফএল (রংপুর ফাউন্ড্রি লিমিটেড) টিউবওয়েলের মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের যাত্রা। এখন সেই গ্রুপটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। তারা একের পর এক পণ্য বাজারজাত করে দেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশেও পণ্য রপ্তানি করছে। প্রতিষ্ঠানটি আরএফএল টিউবওয়েলের ৪০ বছর পূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের ৪০টি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করবে গ্রুপটি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর বাড্ডার একটি রেস্টুরেন্টে আরএফএল টিউবওয়েলের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

তিনি বলেন, ‘বিগত শতকের আশির দশকে সুপেয় পানির অভাবে বিভিন্ন পানিবাহিত রোগে মানবসমাজ যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই নিরাপদ ও সুপেয় পানির অভাব পূরণে যাত্রা শুরু করেছিল আরএফএল টিউবওয়েল। সেই থেকে আজ পর্যন্ত দেশের সিংহভাগ মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করে আসছে আরএফএল টিউবওয়েল। প্রায় তিন কোটি পরিবারের সুপেয় পানির নিশ্চয়তায় থাকতে পেরে আমরা গর্বিত।’

তিনি আরও বলেন, ‘ভোক্তারা সঙ্গে ছিল বলেই আমরা এতদূর আসতে পেরেছি। তাই দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এ দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা নানা ধরনের সিএসআর কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের দুর্গম ও চর এলাকায় টিউবওয়েলের মাধ্যমে ৪০টি গ্রামের বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।’

আরএফএল টিউবওয়েলের বিজনেস ইনচার্জ আব্দুল কুদ্দুস মিয়া বলেন, ‘টিউবওয়েল নামটা উচ্চারণ করলে সবার মাথায় আরএফএল টিউবওয়েল নামটাই চলে আসে। বাজারে পণ্যের ব্যাপক উপস্থিতি, সাশ্রয়ী দাম ও গুণগত মানে সেরা হওয়ায় আরএফএল টিউবওয়েল দেশের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছে। ৪০ বছর সারা বাংলাজুড়ে মানুষের মনে সুপেয় পানির আস্থা হয়ে আছে আরএফএল টিউবওয়েল।’

তিনি বলেন, ‘দেশে খুব কম প্রোডাক্ট আছে, যা শুরু থেকে ৪০ বছর পর্যন্ত নাম্বার ওয়ানে থাকে। গ্রাহকদের আস্থার কারণে আমরা যে পণ্যটি বাজারে নিয়ে এসেছি সেটা সবাই গ্রহণ করেছে। আমরা পণ্য দেশে তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছি। পৃথিবীর যেখানে মানুষ আছে, সেখানে আমরা আমাদের পণ্য পৌঁছে দেবো।’

তিনি আরও বলেন, ‘এই ৪০ বছরে অনেক টিউবওয়েল কোম্পানি বাজারে এসেছে কিন্তু তারা টিকে থাকতে পারেনি। আমরা ঠিকই পেরেছি, এটা সম্ভব হয়েছে শুধু আমাদের ব্যবসা ও সেবামূলক মনোভাবের কারণে।’

এতে আরএফএল-এর হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার বিজয় ইসলাম আরিফ, অপারেশন ইনচার্জ মো. তাইবুর রহমান, হেড অব সেলস মো. এনামুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরএফএল-এর সেরা ১০ জন টিউবওয়েল পরিবেশককে বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

শেয়ার