Top

হাইতির প্রেসিডেন্ট হত্যার মূল সন্দেহভাজন গ্রেপ্তার

১৬ নভেম্বর, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
হাইতির প্রেসিডেন্ট হত্যার মূল সন্দেহভাজন গ্রেপ্তার

আততায়ীর গুলিতে নিহত হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যার মূল সন্দেহভাজন সামির হানদালকে গ্রেপ্তার করেছে তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনী।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে জর্ডানে যাওয়ার পথে ইস্তাম্বুল শহরে যাত্রাবিরতির সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে তুর্কি পুলিশ।

এক টুইটবার্তায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ক্লদ জোসেফ মঙ্গলবার এই তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি আজ আমার বন্ধু ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর ফোন পেয়েছি। তিনি আমাকে সামির হান্দালের গ্রেপ্তারের ব্যাপারে নিশ্চিত করেছেন। আমি এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

টুইটবার্তায় এর বেশি কিছু বলেননি ক্লদ জোসেফ। কবে নাগাদ তুরস্ক থেকে হানদালকে হাইতিতে পাঠানো হতে পারে, তাও জানাননি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হানদাল ইন্টারপোলের তালিকাভুক্ত আসামি ছিলেন। বর্তমানে তিনি ইস্তাম্বুলের ম্যালটেপে কারাগারে আছেন।

চলতি বছর ৭ জুলাই রাতে হাইতির রাজধানী পোর্তোপ্রিন্সে প্রেসিডেন্টের বাসভবনে আকস্মিক হামলা চালায় একদল অস্ত্রধারী। সেখানে তেপ্পান্ন বছর বয়সী প্রেসিডেন্টক মোইসকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা এবং ঘটনস্থলেই নিহত হন প্রেসিডেন্ট।

হাইতির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্টের দেহে মোট ১৪ টি বুলেট পাওয়া গিয়েছিল। তার অফিস ও বেডরুম তছনছ করেছিল হামলাকারীরা এবং মেঝেতে পড়ে থাকা তার লাশ রক্তে ভেসে যাচ্ছিল।

প্রেসিডেন্টকে বাঁচাতে এসে গুলির শিকার হয়েছিলেন তার স্ত্রী ও হাইতির ফার্স্ট লেডি মার্টিন মেইজ। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন কলম্বীয় সেনা সদস্য ও হাইতির বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

শেয়ার