Top

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের ইতিহাস

১৭ নভেম্বর, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
এশিয়ান আর্চারিতে বাংলাদেশের ইতিহাস

অপেক্ষার পালা শেষ হলো। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অবশেষে পদক জিতল বাংলাদেশ। নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী ইতিহাস গড়ার পর রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহাও দিলেন সুখবর।

বুধবার (১৭ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে দলীয় ইভেন্টে দুটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

রিকার্ভ নারী দলগত বিভাগে নাসরিন, বিউটি ও দিয়া জিতেছেন ব্রোঞ্জ। তারা ভিয়েতনামকে হারিয়েছেন ৫-৩ সেটে। এশিয়ান আর্চারিতে এটা বাংলাদেশের প্রথম পদক।

এরপর রিকার্ভ পুরুষ দলগত বিভাগে রোমান, রুবেল ও রামকৃষ্ণ পেয়েছেন ব্রোঞ্জ। তারা কাজাখস্তানকে হারিয়েছেন ৬-২ সেটে।

তবে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে হেরেছেন মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ সোহেল রানা। তাদেরকে ২৩৫-২২৩ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারত।

রুবেল ও দিয়া আগেই রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে ওঠায় এশিয়ান আর্চারিতে অন্তত একটি পদক পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। আগামী ১৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার জুটির মুখোমুখি হবেন তারা।

শেয়ার