এক ব্যবসায়ীকে তলোয়ার দিয়ে হত্যার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। ওই ব্যবসায়ী দোকান বন্ধের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলা স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে।
চিখলি শহরের একটি ইলেক্ট্রনিক্সের দোকানের ভেতরে ও বাইরে থাকা সিসিটিভিতে ওই ব্যবসায়ীকে হত্যার দৃশ্য ধরা পড়ে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এনডিটিভি জানায়, ঘটনার সময় দোকান মালিক কমলেশ পোপট সারাদিনের হিসাব মিলিয়ে দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুজন মুখোখ পরিহিত ব্যক্তি দোকনে প্রবেশ করে।
সিসিটিভি ফুটেজে তাদের একজনকে বন্দুক বের করে কাউন্টারে বসা দোকান মালিকের দিকে তাক করে যেতে দেখা যায়। এ সময় অন্য ব্যক্তি তলোয়ার বের করেন।
কমলেশ পালানোর চেষ্টা করলেও তাকে তলোয়ার দিয়ে মারাত্মকভাবে আক্রমণ করা হয়।
আনন্দ ইলেকট্রনিক্স নামের ওই দোকান থেকে চুরি করা টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা মোটরসাইকেলে পালিয়ে যান।
সিসিটিভি ফুটেজে কমলেশকে মারাত্মক আহতাবস্থায় রক্তের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুর দৃশ্যও ধরা পড়ে সিসিটিভিতে।
পুলিশ মামলা করে এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এই ঘটনা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে বলে এনডিটিভি জানিয়েছে।