Top
সর্বশেষ

রাজবাড়ীতে অস্থির চালের বাজার, মান ভেদে প্রতি কেজিতে বেড়েছে ৭ থেকে ৮ টাকা

২০ ডিসেম্বর, ২০২০ ৪:৪০ অপরাহ্ণ
রাজবাড়ীতে অস্থির চালের বাজার, মান ভেদে প্রতি কেজিতে বেড়েছে ৭ থেকে ৮ টাকা
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বাজারগুলোতে পর্যাপ্ত নতুন চালের আমদানি থাকলেও বাজার দরে অস্তিরতা দেখা দিয়েছে। গত একমাসের বেশি সময় ধরে বাজারে নতুন চালের আমদানি রয়েছে। আমদানি থাকা সত্ত্বেও উল্টো চালের বাজার দর বেড়েই চলেছে।

নতুন চাল আসার আগে প্রতি কেজি মোটা চাল ৩৮ থেকে ৪২ টাকা ও সরু চাল বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫২ টাকা কেজিতে। কিন্তু গত এক সপ্তাহ ধরে মোটা চাল কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৫২ টাকা এবং সরু চাল ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে। প্রতি কেজি চালের বাজার দর বেড়েছে ৭ থেকে ৮ টাকা। চলতি মাসে পর পর দু’বার চালের দাম বৃদ্ধি পেয়েছে। রবিবার সকালে রাজবাড়ীর বড় বাজারে গিয়ে দেখা যায়, পর্যাপ্ত পরিমান চাল বাজারে থাকা সত্ত্বেও বেশি দরে বিক্রি করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রেতা সাধারন চাল ক্রয় করতে হিমশিম খাচ্ছে, পরেছেন বিপাকে।

স্বল্প আয়ের ক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত চালের আমদানি রয়েছে অথচ ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে বিক্রি করছেন। চালের দাম বাড়িয়ে বিক্রি করা ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করেন ক্রেতা সাধারন। নিত্য প্রয়োজনীয় চাল ক্রয় করতে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে স্বল্প আয়ের মানুষের কাছে। চালের বাজার স্থিতিশীল করতে প্রশাসনের নজরদারি ও বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন তারা।

ব্যবসায়ীরা বলেন, বাজারে প্রচুর পরিমানে চাল রয়েছে। কিন্তু মিলাররা পাইকারী বাজারে তাদের কাছে চালের বাড়তি দাম নিচ্ছেন। তাই বাড়তি দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আর আগের চাইতে মোটা ও সরু চালের দাম প্রকার ভেদে কেজিতে বেড়েছে ৬ থেকে ৮ টাকা। বস্তা প্রতি বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকার মত। চালের বাজার দর বাড়তি এটা মিলারদের কারসাজি। বাজারে প্রচুর চাল রয়েছে, বাজার দর বৃদ্ধির কোন কারণ দেখছেন না ব্যাবসায়ীরা। মিলারদের কাছ থেকে বেশি দরে চাল কিনতে হয় বিধায় বেশি দরে বিক্রি করতে হচ্ছে তাদের এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের।

সানবিডি/নাজমুল

 

শেয়ার