Top
সর্বশেষ

ইশো নিয়ে এলো ‘উইলিয়ামসবার্গ কালেকশন’

১৮ নভেম্বর, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ
ইশো নিয়ে এলো ‘উইলিয়ামসবার্গ কালেকশন’

ফার্নিচার শিল্পে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্যে সম্পূর্ণ নতুন একটি কালেকশন যুক্ত করলো ট্রেন্ডি ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশো। ‘উইলিয়ামসবার্গ কালেকশন’ মধ্য শতাব্দীর শৈলী থেকে অনুপ্রাণিত এবং বাউহাউস আন্দোলনের ধারণা থেকে উদ্ভূত। সেইসাথে ২০ শতকের আধুনিকতাবাদেরও পরিচয় মিলবে কালেকশনটি থেকে।

দৃষ্টিনন্দন, জ্যামিতিক এবং অরগ্যানিক নকশায় তৈরি পণ্যগুলো গ্রাহকদের বিগত যুগের এক সরল অনুভূতি প্রদান করবে। সমৃদ্ধ মেহগনি এবং অ্যাশউড দিয়ে নির্মিত এই ফার্নিচার গ্রাহকদের জন্য খুবই আরামদায়ক হবে।

‘উইলিয়ামসবার্গ কালেকশন’-এ রয়েছে শেলফ, ক্যাবিনেট, ড্রয়ার, চেয়ার, সোফা, বিছানা এবং টেবিলের মতো আকর্ষণীয় ও প্রয়োজনীয় আসবাবপত্রের বিন্যাস।

কার্যকারিতার পাশাপাশি আসবাবপত্রে নান্দনিক সৌন্দর্য খুঁজে পেতে এবং ইশো’র কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজট করুন: www.isho.com

শেয়ার