Top

দেশি চার ধারাভাষ্যকারের সঙ্গে থাকছেন দুই বিদেশি

১৯ নভেম্বর, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ণ
দেশি চার ধারাভাষ্যকারের সঙ্গে থাকছেন দুই বিদেশি

শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় মাঠে গড়াবে প্রথম বল। এরপর রয়েছ দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটি চট্টগ্রামে, পরেরটি ঢাকায়।

এই সিরিজটি সরাসরি দেখা যাবে বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস এবং গাজী টিভির পর্দায়। যেখানে ধারাভাষ্য প্যানেলে রয়েছেন বাংলাদেশের ছয়জন ও বিদেশি দুইজন।

বাংলাদেশ থেকে ধারাভাষ্য কক্ষে দেখা যাবে আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষকে। আর বিদেশিদের মধ্যে থাকছেন পাকিস্তানের সিকান্দার বখত ও জিম্বাবুয়ের এড রেইন্সফোর্ড।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ও টেস্ট সিরিজের দুই ম্যাচে এ ছয়জনই করবেন ধারাভাষ্য। সিরিজের পরের দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর।

এরপর চট্টগ্রামে ২৬ নভেম্বর থেকে হবে প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।

শেয়ার