Top
সর্বশেষ

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮, আক্রান্ত ৫ লাখ ছাড়াল

২০ ডিসেম্বর, ২০২০ ৩:৫৪ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮, আক্রান্ত ৫ লাখ ছাড়াল

সারাদেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৭ হাজার ২৮০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৩ রোগী শনাক্ত হয়েছে দেশে। এতে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৭১৩ জনে।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার