Top
সর্বশেষ

সব মহলের সহযোগিতা পেলে ডাকসু নির্বাচন আবার হবে: উপাচার্য

২০ নভেম্বর, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ
সব মহলের সহযোগিতা পেলে ডাকসু নির্বাচন আবার হবে: উপাচার্য
নিজস্ব প্রতিবেদক :

সব মহলের সহযোগিতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা শক্তিশালী হলে আবার ডাকসু নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শনিবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চু্যয়াল ক্লাসরুমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে ওঠে। আমাদের সাড়ে তিনশ শিক্ষার্থী ডাকসুর মাধ্যমে অনেক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে। ডাকসু নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। এ কারণে সর্বমহলের সহযোগিতার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা শক্তিশালী করতে হবে।

সবশেষ ২০১৯-এ ডাকসুর নির্বাচনে মোট ২৫ টি পদের মধ্যে ২৩টি পদেই নির্বাচিত হন বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। অন্যদিকে ভিপি এবং সমাজসেবা বিষয়ক সম্পাদকের পদে জয়ী হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মনোনীত প্রার্থীরা। চলতি বছর ২৩ মার্চ ডাকসুর মেয়াদ শেষ হয়েছে। এবার অপেক্ষা নতুন নির্বাচনের।

শেয়ার