বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে শুক্রবার (১৯ নভেম্বর)। এই উপলক্ষে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড হারপুন লিক্যুইড টয়লেট ক্লিনারের সৌজন্যে আয়োজন করা হয়, টয়লেট ব্যবহারে সচেতনতামূলক র্যালি ও সোশ্যাল ক্যাম্পেইন।
‘পৃথিবী অবাক তাকিয়ে রয়, টয়লেটে এত কিছু হয়’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে শুক্রবার (১৯ নভেম্বর) কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড হারপুন লিক্যুইড টয়লেট ক্লিনারের উদ্যোগে এ সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সকাল সাড়ে ৮টায় টিএসসি মোড় থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার জনাব মো. ইশতিয়াক নাহিদ। র্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অনেক শিক্ষক, শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন অফিসের কর্মজীবীরাও অংশগ্রহণ করেন।
সোশ্যাল মিডিয়ায় চলমান সচেতনতামূলক ক্যাম্পেইনের স্লোগান হচ্ছে ‘পৃথিবী অবাক তাকিয়ে রয়, টয়লেটে এত কিছু হয়’। মূলত টয়লেটে আমরা যেসব আজব কাজ করে সময় নষ্ট করি, সেই বিষয়গুলোই আঙুল তুলে দেখিয়ে দেওয়া হচ্ছে এই ক্যাম্পেইনের মাধ্যমে। যেমন- টয়লেটে বসে ফেসবুক চালানো, গেমস খেলা, ছবি আঁকা, দেয়ালে লেখা।
এর ফলে প্রয়োজনের সময় স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে পারাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও টয়লেটের স্বল্পতা ও আমাদের অসচেতন ব্যবহারের ফলে প্রয়োজনের সময় ব্যবহার উপযোগী টয়লেট পাওয়াই যায় না। অথচ একটু সচেতনভাবে ব্যবহার করলেই সম্ভব- এই সমস্যার সমাধান।