Top
সর্বশেষ

কাবুলে বোমা বিস্ফোরণে সংসদ সদস্যসহ নিহত ৯

২০ ডিসেম্বর, ২০২০ ৬:১৪ অপরাহ্ণ
কাবুলে বোমা বিস্ফোরণে সংসদ সদস্যসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন দেশটির সংসদ সদস্য মোহাম্মাদ ওয়ারদাকসহ মোট ৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

রোববার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘেটেছে।

এতে নিহতে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র তারিক আরিয়ান। ঘটনায় নারী, শিশু ও বৃদ্ধরাও মারা গেছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির সংসদ সদস্য মোহাম্মাদ ওয়ারদাকের গাড়িবহর কাবুলের খোশাল খান এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। টিভির ফুটেজ থেকে দেখা যায় দুটি গাড়ি বিস্ফোরিত হয়েছে, আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

২০ বছর ধরে চলমান প্রশাসন ও তালিবান সংঘর্ষ বন্ধ করতে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে দু’পক্ষ। তারপরই দেশটিতে বোমা বিস্ফোরণের ঘটনা বেড়ে যায়। গতকাল (১৯ ডিসেম্বর) দেশটিতে অটোরিক্সা বোমা বিস্ফোরণে মারা গেছে ১৫ শিশু।

শেয়ার