শেষ টি-টোয়েন্টিতে ধীরগতিতে ব্যাট করে মোহাম্মদ ওয়াসিমের নিচু ফুলটস বল কাজে লাগাতে পারেননি নাঈম। ব্যাটের কানায় লেগে অনেক ওপরে উঠে যাওয়া ক্যাচ মুঠোয় জমান বোলার নিজেই। এর ফলে ৫০ বলে ৪৭ রান করে ফিরতে হয় এই ওপেনারকে। দুটি করে ছক্কা ও চার থাকা এই ইনিংসে ডট বল ২২টি। বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১১১।
সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। একাদশে তিন পরিবর্তন নিয়েছে নেমেছে বাংলাদেশ। সাইফ হাসান, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের বদলে দলে এসেছেন শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ আর অভিষেক হচ্ছে শহিদুল ইসলামের।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ। |
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), সরফরাজ আহমেদ, ইফতেখার আহমেদ, হায়দার আলি, হারিস রউফ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, শাহনওয়াজ দাহানি। |