ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় আরও তিনটি ইউটার্ন চালু করা হয়েছে। একটি তেজগাঁও বিজি প্রেসের সামনে, আরেকটি নাবিস্কো-কোহিনূর কেমিক্যাল মোড় এবং অপরটি বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়।
রোববার (২০ ডিসেম্বর) যান চলাচলের জন্য ইউটার্ন তিনটি খুলে দেয়া হয়। এ নিয়ে ডিএনসিসিতে মোট ৬টি ইউটার্ন চালু হল।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ইউটার্নগুলো চালু করার ফলে সড়কে যানজট কমার পাশাপাশি যাতায়াতের সময়ও বাঁচবে। সবক’টি ইউটার্ন চালু হলে বাসযাত্রী ও নগরবাসীর ভোগান্তি কিছুটা কমে যাবে।
বাণিজ্য প্রতিদিন/এমআর