Top

মরক্কো-ইসরাইল চুক্তি আরবদের জন্য আরেকটি পরাজয়: হামাস

২৮ নভেম্বর, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ
মরক্কো-ইসরাইল চুক্তি আরবদের জন্য আরেকটি পরাজয়: হামাস
পার্সটুডে :

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, মরক্কো এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে নিরাপত্তা, গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বিষয়ে যে চুক্তি হয়েছে সেটি আরববিশ্বের জন্য আরেকটি পরাজয়। একই সঙ্গে এই চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে হামাস।

গতকাল (শনিবার) এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, মরক্কো এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার আপস চুক্তি এ অঞ্চলের সরকারগুলোর জন্য নতুন পরাজয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মরক্কোর শাসকগোষ্ঠী যে চুক্তি করেছে তা আরববিশ্বের প্রতি সরাসরি বিশ্বাসঘাতকতা এবং ফিলিস্তিন ইস্যু থেকে রাবাতের পিছু হটা।

এই চুক্তির সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সেনারা নিরপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর হত্যা ও নিপীড়ন বাড়িয়ে দেবে।

ফিলিস্তিনের অন্য সংগঠনগুলোও মরক্কো ও ইসরাইলের মধ্যকার নিরাপত্তা এবং সামরিক চুক্তির সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে ফিলিস্তিনিদের মুক্তির আন্দোলনের পিঠে ছুরি মারা হয়েছে।

শেয়ার