Top
সর্বশেষ

মানিকগঞ্জ সদরে নৌকার জয়

২৯ নভেম্বর, ২০২১ ১০:২৪ পূর্বাহ্ণ
মানিকগঞ্জ সদরে নৌকার জয়
মানিকগঞ্জ প্রতিনিধি :

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার সব’কটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালিত হয়েছে।

এদিকে সকাল সাড়ে এগারোটায় বেতিলা-মিতরা ইউনিয়নের পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে বহিরাগত সাত আটজন কিশোর জোর পূর্বক নৌকা প্রতীকে ভোট প্রদানে আধিপত্য বিস্তার ঘটানোর চেষ্টা করে। এসময় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অবগত হলে তৎক্ষনাৎ সাময়িক ভাবে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে প্রায় চল্লিশ মিনিট পর পুনরায় ভোট গ্রহণ শুরু করার আদেশ দেন।

এসময় পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোটারদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। এছাড়াও সকাল ১০টায় নবগ্রাম ইউনিয়নের গিলন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরহাদ হোসেন ভোট দিতে যান। তিনি দেখতে পান নৌকা প্রতীকের সমর্থকেরা নৌকায় জাল ভোট দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রার্থী ফরহাদ আপত্তি জানালে নৌকা প্রতীকের সমর্থকেরা তাকে মারধর করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

অপরদিকে দুপুরের পরে একই ইউনিয়নের সরুপাই গ্রামের আব্দুল হালিম দাখিল মাদ্রাসা কেন্দ্রে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাছাড়া অন্যান্য সকল ভোট কেন্দ্রে সকাল থেকেই সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানা গেছে।

সারা দেশের ন্যায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন বিকালেই সম্পন্ন হয়েছে।

ভোট গ্রহণ শেষে ২৮ নভেম্বর রবিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাহিদ হোসেন বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল ঘোষনা করেন।

ফলাফলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, দিঘী ইউনিয়নে আখতার উদ্দিন আহমেদ রাজা (স্বতন্ত্র), নবগ্রাম ইউনিয়নে গাজী হাসান আল মেহেদি সুহাস (নৌকা), পুটাইল ইউনিয়নে মহিদুর রহমান মহিদ (নৌকা), ভাড়ারিয়া ইউনিয়নে আব্দুল জলিল (নৌকা) হাটিপাড়া গোলাম মনির হোসেন (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে সেলিম হোসেন বিপ্লব (নৌকা),আটিগ্রাম ইউনিয়নে নূর-এ আলম সরকার (নৌকা), বেতিলা-মিতরা ইউনিয়নে আসমত আলী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

তবে এরই মধ্যে জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী মোঃ জাকির হোসেন ও আফসার উদ্দিন সরকার।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা দুই লাখ ১ হাজার ৬৯০ জন । এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮১১ এবং পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৮৭৯ জন। সদর উপজেলার জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদ ব্যতিত অপর ৮টি ইউনিয়ন পরিষদে মোট ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও সাধারন সদস্য পদে ৩৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ১০৭ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার